আল্লামা আহমদ শফীর সাথে দেখা করতে দেড় শতাধিক বক্তা চট্টগ্রামে

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর সাথে দেখা করে দোয়া নিতে ও তার সাথে সাক্ষাৎ করতে ইসলামী আলোচক/বক্তাদের মধ্যে প্রায় দেড় শতাধিক আলেম-ওলামাদের একটি দল চট্টগ্রাম গেছেন।

জাতীয় ওয়ায়েজিন পরিষদের ব্যানারে ২৯ জুন শনিবার রাতে রাজধানী ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওয়ানা হয়ে ৩০ জুন রবিবার তারা চট্টগ্রামে পৌছেছেন।

আল্লামা আহমদ শফীর সাথে সাক্ষাৎ করার বিষয়ে জাতীয় ওয়ায়েজিন পরিষদের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ পাবলিক ভয়েসকে বলেন,

আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুম এর সাথে সাক্ষাৎ করে দোয়া নিতে আমরা ঢাকা থেকে ৮০ জনের একটি আলেম ওলামাদের দল চট্টগ্রামে যাচ্ছি। আমাদের যাওয়ার লক্ষ্য হুজুরের দোয়া নেওয়া এবং ঢাকায় আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রোগ্রামে আল্লামা আহমদ শফী সাহেবকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া। যদি আল্লামা শফী সাহেবকে না পাওয়া যায় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবকে দাওয়াত দেয়া হবে। এ ছাড়াও চট্টগ্রামের বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমদের সাথে আমাদের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। ২৯ জুন রওয়ানা দিয়ে ৩০ জুন আমরা আবার ফিরবো বলে মনস্থ করেছি।

তিনি বলেন, ঢাকা থেকে আমরা ১২ টি মাইক্রোবাসে করে বহর নিয়ে ৮০ জনের একটি প্রতিনিধি দল রওয়ানা দিলেও চট্টগ্রামে পৌছে আমাদের সাথে আরও অনেকে যুক্ত হবেন বলে কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫০ জন আলেমের একটি প্রতিনিধি দল আমরা আল্লামা আহমদ শফীর সাথে সাক্ষাত করতে যাচ্ছি ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এই সফরে উল্লেখযোগ্য ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন আল্লামা মুজিবুর রহমান চাটগামী, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি লুৎফুর রহমান মারুফ, মাওলানা নুরুল আমিন আল ফরিদী, মুফতি হামিদুর রহমান সাঈফী, মুফতি মাওলানা সালমান সাকি, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা গাজী সিদ্দিকুর রহমান, মুফতি কেফায়াতুল্লাহ সাহেব, মুফতী আঃ রহীম হেলালী, মুফতি শামসুল হক ওসমানী, মুফতি হেদায়েতুল্লাহ গাজী, মুয়াবিয়া আল হাবিবি, শরিফুল ইসলাম, আহমাদুল্লাহ উজানবি, মাহমুদুল হাসান বাসারী, আবুল, কালাম আইয়ুবী, আহমদ আবু নাঈম, আবু বকর সিদ্দিক, এস এম দ্বীন ইসলাম, মুফতি মাসরুর তাসনিম, মোহাম্মদ সালমান সাকি, মুফতি আবুল বাশার রেদুয়ান, মাওলানা আলাউদ্দিন যশোরী, মাওলানা হাবিবুর রহমান, মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আনাস, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, মাহবুবুর রহমান সাইফীসহ প্রমূখ ওয়ায়েজীন পরিষদ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন