দক্ষিণ আফ্রিকার সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কা

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯
প্লেসিসের জয়সূচক রানের দৌঁড়ে অসহায় ভঙ্গিতে লঙ্কান প্লেয়ারে বসে পড়ার দৃশ্য। ছবি: এএফপি

ভয়েস স্পোর্টস: দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো এশিয়ার সিংহ খ্যাত লঙ্কানরা। এর আগে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে ৭ ও ৫ ম্যাচ করে হেরে পয়েন্ট টেবিলের নিচে থেকে নিজেদের বিশ্বকাপ মিশনের স্বপ্নের ইতি টানে।

৬ ম্যাচের ২টি জয় আর বৃষ্টি ভেজা ২ ম্যাচে দুই পয়েন্টসহ মোট ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ৭-এ। ৭ম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে জিততে পারলে ৮ পয়েট নিয়ে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের ৫-এ যাওয়ার সুযোগ ছিলো লঙ্কানদের। এরপর বাকী ‍দুই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিলো লঙ্কানদের। এখন বাকী দুই ম্যাচ জিতলেও ১০ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে যাওয়ার আশা নেই।

এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ৪৭ ওভার ৩ বলে সব কটি উইকেট হারিয়ে মাত্র ২০৩ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ১ উইকেটের বিনিময়ে ৩৭ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তবে তাদের এই জয় নিজেদের সেমিফাইনালের স্বপ্নকে জাগিয়ে তুলতে পারেনি। কারণ, এর আগেই ৫ ম্যাচ হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করেছে আফ্রিকানরা।

এদিন লঙ্কানদের পক্ষে কুশল পেরেরা আর অভিষেক ফার্নান্দো ছাড়া আর কেউই ৩০ এর কোটা পেরোতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রিস মরিস এবং ডেউইন প্রেট্ররিয়াস ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়া রাবাদা ২টি এবং আন্দিল পেহলুকুয়ো ও জিন-পল ডুমিনি ১টি করে উইকেট নেন।

২৯৪ রানের টার্গেটে খেলতে নেমে ৩১ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রানে কুইন্টন ডি কক আউট হয়ে গেলেও খেলা শেষ করে জয় নিয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা ও ওয়ান ডাউনে নামা দলীয় অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আমলা ১০৫ বলে ৮৯ এবং প্লেসিস ১০৩ বলে ৯৬ রান করে দলকে জিতিয়ে সাজঘরে ফিরেন।

/এসএস

মন্তব্য করুন