ক্রাইস্টচার্চ হামলা নিয়ে আমিনুল ইসলাম মামুনের ‘রক্তাক্ত নিউজিল্যান্ড’

কলরব

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

নিউজিল্যান্ডে মসজিদে নামাজরত মুসুল্লিদের উপর হামলার ঘটনা নিয়ে জাগরণী সংগীত গেয়েছেন কলরব এর সিনিয়র শিল্প আমিনুল ইসলাম মামুন। ‘রক্তাক্ত নিউজিল্যান্ড’ শিরোনামের গানটিতে কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

গানটিতে সপ্তাহের শুক্রবারে পবিত্রতম দিনে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলার বিবরণ উঠে এসেছে। হামলাকারী খ্রিস্টান সন্ত্রাসী অতর্কিত হামলা করে মানুষ মেরে নিজেই আবার তা ভিঢিও ধারণ করেছে এসব কথাও সুর সুরে তুলে ধরেছেন আমিনুল ইসলাম মামুন।

এই হামলার পেছনে বিশ্বজুড়ে মুসলমানদের অনৈক্য হামলাকারীকে সাহস যোগাতে অনুপ্রেরণা দিয়েছে বলেও উল্লেখ্য করা হয়। এছাড়াও এই হামলায় বিশ্ব নেতাদের বিশেষ করে পশ্চিমা নেতাদের চুপ থাকার কথা উল্লেখ্য করে সমালোচনা করা হয়েছে। গানে গানে আহ্বান করা হয়েছে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার। তুকি প্রেসিডেন্ট এরদোগান, মাহাথির মোহাম্মদের মতো সাহসী ও দরদী ভুমিকা রাখার জন্য মুসলিম বিশ্বের নেতাদের আহ্বান করা হয়েছে।

এ ব্যাপারে আমিনুল ইসলাম মামুন বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাস একটি বড় সমস্যা। পৃথিবীর কোথাও সন্ত্রাসী হামলা হলে সন্ত্রাসীর পরিচয়ে ‍যদি মুসলিম পাওয়া তবে পশ্চিমা মিডিয়া ও তাদের অনুসারী দেশি-বিদেশি মিডিয়ার ভুমিকা হয়ে উঠে অত্যান্ত হীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা এটাকে মুসলমানদের উপর চাপানোর চেষ্টা করে। সন্ত্রাসীর পরিচয়কে মুসলিম সন্ত্রাসী বা জঙ্গী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে। ফলে স্থানীয়ভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্থ হয়। যার উদাহরণ নিউজিল্যান্ড হামলার অল্পকিছুদিন পর শ্রীলঙ্কায় মন্দিরে হামলার সময় দেখা গেছে- ওই ঘটনার পরে স্বেচ্ছায় বিব্রত হয়ে মুসলমানদের পবিত্র মসজিদ ভাঙার ঘটনাও ঘটেছে। এতে তাদেরকে উদ্ভুদ্ধ করা হয়েছে।

অথচ নিউজিল্যান্ডসহ পৃথিবীর যেখানেই মুসলমানদের উপর হামলা হয়েছে বা হচ্ছে তাতে কখনো খ্রিস্টান সন্ত্রাসী বলা হয় না। মিডিয়াও সে ব্যাপারে সংবাদ পরিবেশনে আগ্রহী হয় না। পশ্চিমা মিডিয়া তো বিষয়টাকে চেপে যেতে পারলেই বাঁচে। অথচ মানবতার ফেরিওয়ালারা কথায়, বক্তব্যে দাবি করে সন্ত্রাসীদের কোনো জাত-ধর্ম পরিচয় নেই। কিন্তু দেখা যায় সন্ত্রাসীর পরিচয় মুসলিম হলেই তাদের বক্তব্য বিবৃতি উল্টে যায়। সেজন্য আমি প্রতিবাদ স্বরুপ আলোচ্য গানটিতে ‘খ্রিস্টান সন্ত্রাসী’ বলেছি। তবে আমিও বিশ্বাস করি, সন্ত্রাসী যেই হোক- সে অপরাধী। তার কোনো ধর্ম পরিচয় নেই। কারণ সব ধর্মই শান্তির শিক্ষা দেয়।

সংগীতটি শুনতে ক্লিক করুন:

/এসএস

মন্তব্য করুন