

ফের হাতুরে সিং বা জেমি সিডন্স যুগে ফিরছে বাংলাদেশে ক্রিকেট। এমন আভাসই মিলছে বিসিবি কর্তাদের থেকে। তবে আলোচনার টেবিলে শীর্ষ নাম হাতুরে সিং। বহুল আলোচিত এই লঙ্কান কোচকে আবার আনার চেষ্টায় আছে বিসিবি কর্মকর্তারা। স্টিভ রোডসকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েই রেখেছে বিসিবি। স্টিভ রোডস যে থাকছেন না সেটা তিনিও টের পেয়েছেন, যা সম্প্রতি তার কথা থেকে অনুমান করা যায়। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাতকারে স্টিভ রোডস বলেন, আর দু’মাস থাকলে বাংলা ভাষাটাও শিখে ফেলতাম। তার মানে আর দু’মাস যে তিনি থাকতে পারছেন না এটা তিনিও টের পেয়েছেন।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে যে ভালো কোচ পাওয়া দুষ্কর তা কমবেশী জানা সকলেরই। তাই আগে নতুন কাউকে খুঁজে এরপর বর্তমান কোচ স্টিভ রোডসকে না করে দেওয়ার পক্ষে বিসিবি। এই মুহুর্তে কোচ নিয়োগের আলোচনার টেবিলে সাবেক দুই কোচের নাম রয়েছে। এক জন হলো ডেভ হোয়াটমোরের উত্তরসুরী জেমি সিডন্স, আর একজন হলো চন্ডিকা হাতুরে সিং।
ইংল্যান্ড বিশ্বকাপকে মাথায় রেখে ইংলিশ কোচ রোডসকে নিয়োগ দিয়েছিলো বিসিবি। কিন্তু বোর্ড কর্মকর্তাদের মন ভরাতে তিনি ব্যার্থ হয়েছেন।কোচ যাবে আসবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু চমকে যাওয়ার মতো খবর হচ্ছে সাবেক কোচ চন্ডিকা হাতুরে সিংকে আবারো প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কোচ নিয়োগের সময় খেলোয়াড়দের মতামত নেওয়া হয়। খেলোয়াড়দের মতামতে এগিয়ে সিডন্স। অন্যদিকে বোর্ড কর্মকর্তাদের মতামতে এগিয়ে হাতুরে সিং। জেমি সিডন্স বর্তমানে অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়া রেডবাকস টিমকে কোচিং করাচ্ছেন। হাতুরে সিং তো শ্রীলংকান জাতীয় দলের হেড কোচ এটা সবারই জানা।
এর আগে হাতুরে সিং সাকিব কে নিষিদ্ধ করে তার কোচিং ক্যারিয়ার শুরু করেছিলো বাংলাদেশে।হাতুরের কোচিংয়ে সিনিয়র খেলোয়াড়সহ অনেকে অসন্তুষ্ট ছিল। শিষ্যরা ভয়ে তার সাথে সব কিছু খোলামেলা আলােচনা করতে পারেন না বলে অভিযোগ অনেকের।
/এসএস