আফগানদের ৬২ রানে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

ভয়েস স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সেমি ফাইনালের আশা টিকিয়ে রাখলো টাইগাররা। টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে টাইগাররা। জবাবে ৪৭ ওভারে ২০০ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

আফগানদের ওপেনিং ব্যাটসম্যান ও অধিনায় গুলবাদিন নায়েব ২ উইকেট নেয়ার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন সামিউল্লাহ সিনওয়ারি। বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একাই আফগান ইনিংসের ধ্বস নামান। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি ও সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন ১টি উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে থার্ড আম্পায়ার আলিম দার এর সিদ্ধান্তে ১৬ রানে আউট হয়ে যান বাংলাদেশি ওপেনার লিটন দাস। তামিম আউট হন ৩৬ রানে। এরপর সাকিব আল হাসানের ৫১ ও মুশফিকুর রহিমের ৮৩ রানের উপর ভর করে ২৬২ রানের লড়াকু ইনিংস গড়ে টাইগাররা। শেষদিকে মাহমুদ উল্লাহর ২৭ ও মোসাদ্দেক এর ৩৫ রান দলীয় স্কোর বড় করে।

/এসএস

মন্তব্য করুন