

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে আফগানিস্তান। সাউদাম্পটনে টসে জিতে বাংলাদেশেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব।
আফগানিস্তানের বিশ্বকাপ মিশন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ছয় ম্যাচ খেলে সবকটি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আফগানিস্তানের অবস্থান। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে বাংলাদেশের অবস্থান।
আফগানিস্তানের সব আশা নিরাশা হলেও সেমিফােইনালের যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। হারলেই সব আশা শেষ হয়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত। ভাগ্যের হেরেফেরে সুযোগ মিললেও সেই আশা এখনো কাগজে-কলমেই থাকবে।
কেননা এরপরের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও পাকিস্তান। আজকের ম্যাচের পর পরবর্তী দুই ম্যাচও বাংলাদেশকে জিততে হবে সেমিফাইনালে যেতে হলে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে হট ফেভারিট ইংল্যান্ড কিংবা ভারতের।
কিংবা পরবর্তী কোনো একটি ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় আর একটি জয় পায় বাংলাদেশ কিংবা দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে যায় তখন পয়েন্ট টেবিলের অন্যান্য শীর্ষ দলগুলোর ওপর নির্ভর করবে বাংলাদেশের সেমি ভাগ্য।
/এসএস