

ভারত-আফগানিস্তানের শ্বাসরুদ্ধর ম্যাচের দিনে ক্রিকেট বিশ্ব আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখলো। এদিন দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫ রানের জয় পেয়েছে ব্লাক ক্যাপসরা।
বাংলাদেশ সময় সাড়ে ৬টায় টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়রা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকটে হারিয়ে ২৯১ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৮ রান করে ক্যান উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান আসে রস টেইলর এর ব্যাট থেকে।
ক্যারিবিয়দের পক্ষে সেলডন কট্রেল ১০ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া কার্লস বার্থওয়েট ২টি এবং ক্রিস গেইল ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভার খেলে ২৮৬ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজরা। শাই হোপ ১ রানে আউট হলেও ক্রিস গেইল খেলেন ৮৭ রানের ইনিংস। এছাড়াও সেঞ্চুরি করা কার্লস বার্থওয়েট দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ৫৪ রান আসে সিমরন হেটমেয়ারের ব্যাট থেকে।
এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। তবে এই তিনজন দলের জন্য জয়ের ভিত গড়ে দিয়ে যান কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা সুযোগটা কাজে লাগাতে পারেনি।
অ্যাশলে নার্স, এভিন লুইস, কেমার রোচ কিংবা কট্রেল কেউ টিকতে পারেনি শেষ পর্যন্ত। ফলে জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে অলআউট হয়ে যায় ক্যারিবিয়রা। অথচ ৫ নেয়ার মতো বল ছিলো তখনো পূর্ণ ১টি ওভার, মানে ৬ বল। শেষ পর্যন্ত ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের পক্ষে টেন্ট বোল্ট ১০ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। সমান ওভারে ৫৯ রানের বিনিময়ে লুকি ফার্গুসুন নেন ৩ উইকেট। এছাড়া ম্যাট হেনরি, জেমস নিশাম ও কলিন ডি গ্রান্ডহোম নেন ১টি করে উইকেট।
/এসএস