শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় পেলো ভারত

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় পেয়েছে ভারত। ভারতের দেয়া মাত্র ২২৫ রানের টার্গেটে ২১৩ রানেই অলআউট হয়ে ১১ রানের পরাজয় বরণ করে আফগানিস্তান।

ভারত-আফগানিস্তানের খেলাটা যেরকম হবে বলে ধারণা ছিলো ক্রিকেটবোদ্ধাদের হয়েছে ঠিক উল্টোটা। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়েও ভিরাট কোহলির ভারতকে ধুঁকতে হয়েছে আফগান বোলারদের সামনে।

সাউদাম্পটনে এদিনে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। রোহিত শর্মা, লোকেশ রাহুল, স্বয়ং ব্যাটসম্যান ভিরাট কোহলির মতো খেলোয়ার থাকলে অধিনায়ক ভিরাট কোহলির জন্য টসে জিতে ব্যাটিং নেয়াটাই অধিক যুক্তিযুক্ত।

অন্তত র‌্যাংকিংয়ে নিচের সারির যে কোনো দলের সাথে তো বটেই। সিদ্ধান্তটা তেমনই নিয়েছিলেন ভিরাট। কিন্তু তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি দেরি করেননি আফগান বোলারর।

মাত্র ৭ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে  রোহিত শর্মাকে বোল্ড আউট করে সাজঘরে পাঠান মুজিব উর রহমান। লোকেশ রাহুল ফিরেন ৩০ রান করে। ভিরাট কোহলি আর কেদার যাদব কেবল তুলনামূলক বড় স্কোর করেন। দুজনের৬৭ আর ৫২ রানই দলের স্কোরকে কিছুটা সম্মানজনক জায়গায় দাঁড় করায়।

এছাড়া ভিজয় শংকরের ২৯ এবং ধোনির ২৮ রানও কিছুটা অবদান রাখে দলীয় স্কোরে।

আফগানদের পক্ষে গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন। এছাড়া মুজিব উর রহমান, আফতাব আলম, রশিদ খান ও রহমত শাহ ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে আফগানরাও ভারতীয় ব্যাটসম্যানদের অনুসরণ করতে থাকেন। দলীয় ২০ রানের মাথায় হজরত উল্লাহ জাঝাই আউট হয়ে সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ১০ রান নিয়ে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মোহাম্মদ নবী। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রহমত শাহর ব্যাট থেকে। এছাড়া আর কেউ তেমন দাঁড়াতে পারেনি।

ভারতের পক্ষে মোহাম্মদ সামি একাই নেন ৪ উইকেট। এছাড়া জাসপ্রিত ভুমরা, ইউভেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডে ২টি করে উইকেট নেন। ফলাফল ৪৯ ওভার ৫ বল খেলে ২১৩ রান করে অলআউট হয় আফগানিস্তান।

/এসএস

মন্তব্য করুন