ভারতকে ২২৪ রানেই আটকে দিলো আফগানিস্তান

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। অন্যদিকে আফগানিস্তান একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। কিন্তু সাউদাম্পটনে ভারতের বিপক্ষে খেলতে নেমেই কোহলিদের নাকানিচুবানি খাইয়েছেন আফগানের বোলাররা। নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে মাত্র ২২৪ রানে থেমে ভারতীয়দের ইনিংস।

আজ শনিবার টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৪ রান তোলে ভারত। আফগান বোলাররা এদিন খোলসবন্দী করে রেখেছিলেন ভারতীয় ব্যাটারদের।

বিরাট কোহলি সর্বোচ্চ ৬৭ ও কেদার যাদব ৫২ রান করেন। শেষ ১০ ওভারের ফায়দাটা মোটেও তুলতে পারেনি ভারত। বরং স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে আফগানরা।

আফগানদের পক্ষে গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন। এছাড়া মুজিব উর রহমান, আফতাব আলম, রশিদ খান ও রহমত শাহ ১টি করে উইকেট নেন।

জিআরএস/এসএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন