

এবারের বিশ্বকাপে হট ফেবারিট ইংল্যান্ড যেন অপ্রতিরোধ্য অন্তত শ্রীলঙ্কার কাছে তো হবেই। কেননা সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে যে কেউ ইংল্যান্ডের পক্ষে বাজি ধরবে। শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরতে বারবার ভাবতে হবে যে কাউকে।
বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়াতে বাংলাদেশি সমর্থকদের সেকি আফসোস দুইটা পয়েন্ট খোয়া গেলো বলে। সেই শ্রীলঙ্কাই এবার থামিয়ে দিলো ইংল্যান্ডের জয়ের দৌড়। ইংল্যান্ড এর আগে হেরেছিলো উপমহাদেশেরই চিরচেনা আনপ্রডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে।
মাত্র ২৩২ রান করে দাপটের সাথে জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ২৩৩ রানের টার্গেটে ৪৭৬ ওভারে মাত্র ২১২ রানেই অলআউট হয়ে যায় বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড।
এদিন হেডিংলি’তে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৩২ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।দুই ওপেনার দিমুনাথ করুণাত্নে ও কুশল পেরেরা ফিরে যান মাত্র ১ ও ২ রানেই।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন মিডল অর্ডারে নামা অ্যাঞ্জেলা ম্যাথিউজ। তাও ১১৫ বল খরচ করেন এই রানের পিছনে। দ্বিতীয় সর্বোচ্চ আভিশকা ফার্নান্দো করেন ৪৯ রান। এছাড়া কুশলণ মেন্ডিস ৪৬ ও ধনঞ্জয় ডি সিলভা করেন ২৯ রান।
ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও মার্ক উড ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া আদিল রশিদ ২টি ও ক্রিস ওয়াকাস নেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে ইংল্যান্ডও শুরু থেকেই ধুকতে থাকে। শেষ পর্যন্ত বলে বলে রান নেওয়ার সহজ টার্গেট হওয়ার পরও হেরে যায় ২০ রানে। দুই ওপেনার জেমস ভিনস আর জনি বারিস্তর ১৪ আর ০ রানে ফেরার পরেও জো রুট এর ৫২ আর মিডল অর্ডারে নামা বেন স্টোকস এর ৮২ রানের ইনিংস ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখায়। কিন্তু বেন স্টোকস আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতেই পারেনি। ইয়ন মরগান তো তার আগেই ২১ রান করে বিদায় নেয়।
এরপর ২,১,৩ ও ০ রানে বিদায় নেয় ক্রিস ওয়াকাস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মাক উড। ফলাফল ৪৭ ওভারে মাত্র ২১২ রানেই অলআউট ইংল্যান্ড।
শ্রীলঙ্কার পক্ষে লাথিস মালিঙ্গা একাই যেন ধ্বস নামিয়ে দেয় ইংল্যান্ড ব্যাটিং লাইনআপে। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া ধনঞ্জয় ডি সিলভাও কম যাননি। সিলভা ৮ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া নুয়ান প্রদিপ ১টি ও ইসরু উদানা নেন ২টি উইকেট।
/এসএস