

ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের টার্গেটে নির্ধারিত ৫০ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান তুলেতে পেরেছে বাংলাদেশ। ফলে ৪৮ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৮২ রান তোলে অস্ট্রেলিয়া। যা এবারের বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান।
ব্যাটিংয়ে নিজেদের দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কোনোভাবেই থামাতে পারছিলো না বাংলাদেশি বোলাররা। যেন এক ওয়ার্নারের কাছেই হেরেছে বাংলাদেশ। ১৪৬ বলে ওয়ার্নার একাই করেছেন ১৬৬ রান।
বাংলাদেশি বোলারদের এমন দূরাবস্থার দিনে কিচুটা আলো দেখান সৌম্য সরকার। ওপেনিং জুটি ভাঙার পর ওয়ার্নারকেও আউট করেন সৌম্য। শেষ পর্যন্ত উসমান খাজার ৮৯ আর ম্যাক্সওয়েলের ৯ বলে ৩৬ রানের ঝগো ইনিংসে ৩৮১ রান তোলে অজিরা।
সৌম্য ছাড়া মোস্তাফিজ ১টি উইকেট নেন। এছাড়া ম্যাক্সওয়েলকে রান আউট করেন রুবেল।
জবাবে ব্যাট করতে নেমে নেট রান রেটের তুলনায় বড় ইনিংস খেলতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই। অন্যান্য দিনের তুলনায় ব্যাটিং খারাপ ছিলো না। কিন্তু ৩৮২৩ রানের টার্গেটে নামের পাশে বল ব্যাবধানে রানের স্কোরটা বেমাননই ছিলো।
তামিম ইকবাল ৭৪ বলে ৬২, সাকিব ৪১ বলে ৪১, মাহমুদ উল্লাহ ৫০ বলে ৬৯ তাও খানিকটা বলের চেয়ে রান বেশি হলেও সেটা শেষ দিকে করেছেন। যখন এই সামান্য ব্যবধান কাজে লাগেনি।
এছাড়া মুশফিকুর রহিমের সেঞ্চুরিকে ধৈর্যশীল ইনিংস বলা গেলেও জয়ের প্রয়োজন পূরণ করতে পারেনি। শেষ পর্যন্ত শেষ বলে মাশরাফির উইকেটে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রান তোলে বাংলাদেশ। অস্ট্রেলিয়া জয় পা ৪৮ রানের।
অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক, নাথন কোল্টার-নাইল ও মার্কাস স্টনিস ২টি করে উইকেট নেন। এছাড়া এডাম জাম্পা নেন ১টি উইকেট। এছাড়া সৌম্যকে আউট করেন ফিঞ্চ।
এসএস