‘চীনে তালেবান প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা’

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি চীন ও তালেবান প্রতিনিধিদলের ভেতর শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।

বিদেশী বাহিনী বহিষ্কার এবং কাবুলের মার্কিন সমর্থিত সরকারকে হারাতে কয়েক বছর ধরে লড়াই করছে তালিবান প্রতিনিধিরা।কয়েক মাস ধরে মার্কিন কূটনীতিক ও তালেবানদের ভেতর দফায় দফায় আলোচনা হয়েছে।

আফগানিস্তানকে জঙ্গি হামলার ভিত্তি হিসাবে ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশী বাহিনী প্রত্যাহারে তালিবানদের দাবিটি আলোচনায় আনা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং দেশটির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কাতারের তালিবান প্রতিনিধি আবদুল গনি বারদার এবং তার কয়েকজন সহকর্মী সম্প্রতি চীন সফর করছেন। যদিও তিনি প্রতিনিধি দলের সফরের সয়মসীমা উল্লেখ করেননি।

সূত্র: ডন, দ্য নিউ ইয়র্ক টাইমস

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন