

নিয়মিত বোলাররা যখন উইকেট তুলে নিতে পারছিলেন না অধিনায়ক মাশরাফি তখন বোলিংয়ে নিয়ে আসলেন দলের অন্যতম ব্যাংটিং ভরসা সৌম্য সরকারকে।
সুযোগ পেয়ে অধিনায়কের আস্থার প্রমাণও দিলেন সৌম্য সরকার। উইকেটে থিতু হয়ে যাওয়া অ্যারোঞ্চ ফিঞ্চকে রুবেল হোসেনের তালুবন্দি করে প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন সৌম সরকার। ভাঙ্গে ১২১ রানের ওপেনিং জুটি।
ইনংসের ২১তম ওভারের পঞ্চম বলে হাল্কা বাউন্স উঠা বল কাট করতে গিয়ে রুবেলের হাতে ক্যাচ দেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যারোঞ্চ ফিঞ্চ।
এদিকে আজকের খেলা শুরু হওয়ার আগেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। অ্যারোঞ্চ ফিঞ্চ ৫১ বলে ৫৩ রান করে সাকিবটে টপকে যান। ফিঞ্চকে টপকাতে সাকিবের কাজটা সহজ করে দিলেন সৌম্য সরকার। ফিঞ্চ আউট না হলে ব্যবধানটা আরো বড় হয়ে যেতো।
খেলা শুরুর আগে সাকিবের ছিলো ৪ ইনিংসে ৩৮৪ রান। অন্যদিকে ফিঞ্চের ছিলো ৫ ইনিংসে ৩৪৩ রান। আ্জকের ৫৩ রানে ফিঞ্চের রান এখন ৬ ইনিংসে ৩৯৬ রান। সাকিবের সাথে ব্যবধান এখন ১২ রানের। ফিঞ্চকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠতে সাকিবকে করতে হবে ১৩ রান।
/এসএস