

টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের বিপক্ষে টসে জিতে নিজেরা ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন অ্যারোঞ্চ ফিঞ্চ।
ইনিংস ওপেন করতে বরাবরের মতো মাঠে নেমেছে ডেভিড ওয়ার্নার ও অ্যারোঞ্চ ফিঞ্চ। বাংলাদেশের হয়ে বোলিং ওপেন করেছেন দলপতি মাশরাফি বিন মুর্ত্তোজা।
আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে যেতে চাইবে অস্ট্রেলিয়া। বাংলাদেশে চাইবে আজকের ম্যাচের জয় নিয়ে সেমি ফাইনালের পথে এগিয়ে যেতে।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থানে অস্ট্রেয়িলা ৩ এবং বাংলাদেশ রয়েছে ৫ নম্বরে। আজকের ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ৪-এ উঠে আসার সম্ভবনা রয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া জিতলে তারা উঠে আসবে এক নম্বরে। বর্তমানে নিউজিল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।
/এসএস