

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেয়া ২৪২ রানের টার্গেটে ৪৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে জয় নিশ্চিত করে ব্লাক ক্যাপসরা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দক্ষিণ আফ্রিকার মতোই হয়েছে। মাত্র ১২ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরে যান কুলিন মুনরো।
৭২, ৭৪ এবং ৮০ রানের মাথায় মার্টিন গাপটিল, রস টেইলর ও টম লাথাম আউট হলেও সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যান উলিয়ামসন। ১৩৮ বলে খেলেন ১০৬ রানের অপরাজিত ইনিস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।
আফিকার পক্ষে ক্রিস মরিস ৪৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া কাগিসো রাবাদা, আন্দিল পেহলুকুয়ো ও ইমরান তাহির ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টসে হেরে নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই মাত্র ৫ রানের মাথায় কুইন্টন ডি কককে বোল্ড করে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট।
তবে হাশিম আমলা একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। তবে চিরচেনা আমালার পরিবর্তে করেন ৮৩ বলে ৫৫ রান।মিডল অর্ডারে রেসি বেনডার করেন ৬৪ বলে ৬৭ রান। এছাড়া মার্করাম ৩৮, ডেভিড মিলার ৩৬, ডু প্লেসিস ২৩ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে লুকি ফার্গুসুন ৩টি উইকেট লাভ করেন। এছাড়া বোল্ট, কোলিন ডি গ্রান্ডহোম এবং মিচেল স্যাটনার ১টি করে উইকেট নেন।
/এসএস