বাংলাদেশ দলের ভূয়সী প্রংশসা করলেন শহিদ আফ্রিদি

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৯

টার্গেট তাড়া করতে নেমে ইতিহাস গড়ে জয় পেয়েছে টাইগাররা। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

ভয়েস স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের দূর্দান্ত জয়ে বাংলাদেশ দলের ভুয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। খেলা শেষে এক টুইট বার্তায় তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে টাইগাররা। সাকিব ও লিটন অসাধারণ ইনিংস খেলেছেন।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয় পায় বাংলাদেশ। আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ের পরও ভারতীয় একটি সংবাদমাধ্যম বাংলাদেশের জয়কে হেয় প্রতিপন্ন করে ‘অঘটন’ বলে আখ্যায়িত করে।

টাইগারদের নিয়ে সমালোচনার সেই রেশ টেনে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রত্যেক দলই শক্তিশালী। তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই এখানে এসেছে। তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। বিশ্বকাপের কোনো দলকে অবমূল্যায়ন করা উচিৎ নয়।

সোমবার ইংল্যান্ডের টনটনে শাই হোপ, এভিন লুইস ও সিমরন হিতমারের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

টার্গেট তাড়া করতে নেমে ইতিহাস গড়ে জয় পেয়েছে টাইগাররা। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

১৬টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত থেকে ৯৯ বলে সর্বোচ্চ ১২৪ রান করে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। অন্যদিকে ৬৯ বলে ৮টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। এছাড়া প্রথমাবারের মতো হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে মাত্র ২ রানের দূরত্বে ৫৩ বলে তৃতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন তামিম ইকবাল।

/এসএস

মন্তব্য করুন