বিশাল জয়ে পয়েন্ট টেবিলের ৫-এ বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

সাকিব ৯৯ বলে ১২৪ এবং লিটন দাস ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫-এ উঠে এলো বাংলাদেশ।

ভয়েস স্পোর্টস: সাকিব-লিটনের ব্যাটে চড়ে বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫-এ উঠে এসেছে টিম টাইগার। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ৩২২ রানের টার্গেটে ৫৭ বল এবং ৭ উইকেট হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সৌম্য সরকার আউট হওয়ার পরে ওয়ান ডাউনে নেমে ৮৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব আল হাসান। সাকিবের সেঞ্চুরির পর পরই হাফসেঞ্চুরি পূরণ করেন লিটন দাস।

এরপর সাকিব ৯৯ বলে ১২৪ এবং লিটন দাস ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫-এ উঠে এলো বাংলাদেশ।

এর আগে সৌম্য সরকার ২৩ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে গেলে তামিমের সাথে জুটি বাঁধেন সাকিব। ৫৩ বলে ৪৮ রান করে তামিম ফিরে গেলে মুশফিক আসে। কিন্তু মাত্র ১ রান করেই ফিরে যান মুশফিকও। এরপরই লিটন দাসকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন সাকিব আল হাসান।

ক্যারিবিয়দের পক্ষে কট্টেল, রাসেল ও থমাস ১টি করে উইকেট তুলে নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে ক্যারিবিয়রা।

মাত্র ৬ রানে ওপেনিং জুটি ভাঙলেও মিডল অর্ডারের দৃঢ়তায় রানের স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ক্রিস গেইলকে শূন্য রানে ফেরান সাইফুদ্দিন। এরপর এভিন লুইস আর শাই হোপ জুটি গড়ে দলকে টেনে নেন।

দূর্দান্ত খেলতে থাকা এভিন লুইসকে ফেরান সাকিব আল হাসান। আউট হওয়াার আগে এভিন লুইস করেন ৬৭ বলে ৭০ রান। এরপর শাই হোপ ১২১ বলে ৯৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন মোস্তাফিজের বলে।

শাই হোপ আউট হওয়র পর রানের চাকা আরো স্লো হয়ে যায় ক্যারিবয়দের। কিন্তু শিমরান হেটমেয়ার এর ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস তা দ্রুত বাড়িয়ে দেয়। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ বলে ৩৩ রানের ইনিংস দলের সংগ্রহ আরো বড় করে তোলে।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিন নেন ৩টি করে উইকেট। সাকিব নেন ২টি উইকেট।

/এসএস

মন্তব্য করুন