

মিশরের সাবেক প্রেসিডেন্ট ও ইখওয়ানুল মুসলিমিনের প্রধান ড. মুহাম্মাদ মুরসি ইসা আল-আইয়াতের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আজ এক বিবৃতিতে এরদোগান এই শোক প্রকাশ করেন বলে জানিয়েছে তুরস্কের নিউজ এজেন্সি আনাদুলু।
সোমবার মুরসির মৃত্যুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, গাড়ী থেকে নামার সময় আমার কাছে মুরসির মৃত্যুর খবর আসে।
আমরা আল্লাহর কাছে আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন শহীদদের ওপর রহম করেন।
মিশরের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি দীর্ঘ সময় ধরে মিশরের সামরিক শাসক ফাত্তাহ সিসির কারাগারে বন্দি ছিলেন।
আজ (১৭ জুন) বিচার চলাকালীন অবস্থায় কারাগারেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
মুরসির সমর্থকদের দাবি তিনি অন্যায়ভাবে ফাত্তাহ সিসির কারাগারে বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ অবস্থায় তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি বলেও দাবি তার।
মুহাম্মদ মুরসি মিশরের ইখওয়ানুল মুসলিমসহ জন সাধারণের কাছে ব্যাপক জনপ্রিয় একজন নেতা ছিলেন।