প্রস্তাবিত বাজেট জনস্বার্থে নয়, সুবিধাভোগীদের জন্য : ইমতিয়াজ আলম

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

কদমতলী থানা সেক্রেটারীসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর নিন্দা জানিয়েছেন তিনি


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তারা জনগণের বন্ধু নয়।

এই বাজেটে কৃষকের সমস্যা সমাধানে কোনও নীতি গৃহীত হয়নি বলেন তিনি।

আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেটে অর্থনীতি পুনর্গঠনে নতুন কোনও উদ্যোগ নেই। নেই ব্যাংক খাত, কৃষি খাতসহ কোনও খাতের বিপর্যয় ঠেকানোর কোন প্রস্তাবনা নেই।

জনস্বার্থে নয়, সুবিধাভোগীদের স্বার্থেই বাজেট প্রস্তাবনা করা হয়েছে, যা লুটপাটের ধারাকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানে মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও একথা স্পষ্ট যে, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও সরকারদলীয় নেতাকর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া জনগণের ট্যাক্সের টাকায় দেশ-বিদেশী লুটপাটকারীদের পকেট ভারী করার বাজেট। এবারের বাজেটে পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাঁদে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে শোষণ করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, সরকার নিরীহ ও নিরাপরাধ মানুষকে হয়রানীমুলক গ্রেফতার করছে। ইসলামী আন্দোলন কদমতলী থানা সেক্রেটারী মুহাম্মদ আজিজুল হক আজিজসহ ১২জন নিরীহ নেতাকর্মী ও সাধারণ মানুষকে মসজিদে নামাজ পড়ার অবস্থায় পুলিশ গ্রেফতার করে এবং বাড়ীতে তল্লাশী করে করে অযথা হয়রানী করছে। এধরণের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আয়োজিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল, নুরুজ্জামান সরকার, মু. হুমায়ুন কবির, ফজলুল হক মৃধা, মাওলানা সাইফুল ইসলাম মাওলানা আব্দুর রাজ্জাক, মোঃ নজরুল ইসলাম, মোঃ জোবায়েরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম খোকন, মোঃ কামাল হোসেন, জিয়াউল আশরাফ, আবুল হাসান প্রমূখ।

নগর দক্ষিণের শ্যামপুর থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। শ্যামপুর থানা মিলনায়তনে থানা সভাপতি বেলাল হোসেন আরিফের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ মোশারেফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে নগর ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন