

ভয়েস স্পোর্টস: বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে ক্যারিবিয়রা।
মাত্র ৬ রানে ওপেনিং জুটি ভাঙলেও মিডল অর্ডারের দৃঢ়তায় রানের স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ক্রিস গেইলকে শূন্য রানে ফেরান সাইফুদ্দিন। এরপর এভিন লুইস আর শাই হোপ জুটি গড়ে দলকে টেনে নেন।
দূর্দান্ত খেলতে থাকা এভিন লুইসকে ফেরান সাকিব আল হাসান। আউট হওয়াার আগে এভিন লুইস করেন ৬৭ বলে ৭০ রান। এরপর শাই হোপ ১২১ বলে ৯৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন মোস্তাফিজের বলে।
শাই হোপ আউট হওয়র পর রানের চাকা আরো স্লো হয়ে যায় ক্যারিবয়দের। কিন্তু শিমরান হেটমেয়ার এর ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস তা দ্রুত বাড়িয়ে দেয়। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ বলে ৩৩ রানের ইনিংস দলের সংগ্রহ আরো বড় করে তোলে।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিন নেন ৩টি করে উইকেট। সাকিব নেন ২টি উইকেট।
/এসএস