

ভয়েস স্পোর্টস: ভয়ংকর হয়ে ওঠার আগেই ক্যারিবিয় দানব হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলকে সাজঘরে পাঠালেন মোহাম্মদ সাইফুদ্দিন।
ইনিংসের চতুর্থ ও নিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে প্যাভিলিয়নেরর পথ ধরান সাইফুদ্দিন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগারর। টনটনের কান্ট্রি গ্রাউন্ডে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তোজা।
সমান ম্যাচ খেলে ১ ম্যাচের জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে পয়েন্ট টেবিলের ৬-এ অন্যদিকে বাংলাদেশ আছে ৮-এ। আজকের খেলায় ক্যারিবিয়দের হারাতে পারলে ২ পয়েন্ট নিয়ে এক লাফে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে উঠে আসবে ৫-এ।
দু্ই দলের সাম্প্রতিক মুখোমুখি পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশকে এগিয়েই রাখতে হবে। কেননা দু্ই দলের সর্বশেষ ৯ ম্যাচের ৭টিতেই জয়ে পেয়েছে টাইগাররা। তাই স্বতিসহকারেই আজ মাঠে নামছে বাংলাদেশ।
আজকের ম্যাচ জয় তুলে নিয়ে টাইগাররা চাইবে পয়েন্ট টেবিলে উঠে আসতে। অন্যদিকে ক্যারিবিয়রাও চাইবে আজকের ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে।
/এসএস