পাকিস্তানকে ৩৩৭ রানের টার্গেট দিলো ভারত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

ভারত-পাকিস্তান মানেই অন্যরকম উত্তেজনা। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো বড় কোনো মঞ্চের লড়াই তাহলে তো কোনো কথাই নেই। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা শিকারীর মতো তাকিয়ে থাকে প্রিয় দলের খেলা দেখা জন্য।

আজ ওল্ড ট্রাফোর্ডে ভারত-পাকিস্তানের খেলা নিয়ে বাড়তি প্রস্তুতি নিয়েছিলো আইসিসি। ইনিংসের শেষ দিকে বৃষ্টি হানা দিলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও মাঠে বল গড়াতে বেশি সময় লাগেনি।

স্থানীয় সময় সাড়ে ১০টায় টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সারফরাজ আহমেদ।

ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের শাসন করতে থাকেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দলীয় ১৩৬ রানের মাথায় গিয়ে তাদের এ ওপেনিং জুটি ভাঙ্গে। আউট হওয়ারে আগে লোকেশ রাহুল করেন ৭৮ বলে ৫৭ রান।

ওদিকে এক প্রান্ত ধরে খেলতে থাকেন রোহিত শর্মা। খেলেন ১১৩ বলে ১৭৩ রানের অন্যবদ্য ইনিংস। হাসান আলীর বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার সময় দলীয় রান ছিলো ২৩৪ রান।

এদিকে ওয়ান ডাউনে নেমে অধিনায়ক ভিরাট কোহলিও কম যাননি। আমিরের বলে সারফরাজের হাতে ক্যাচ দেয়ার আগে করেন ৬৫ বলে ৭৭ রান।

এর আগে হার্দিক পাণ্ডে ১৯ বলে ২৬ রান করেসাজঘরে ফিরেন। এর পরপরই মাত্র ১ রান করেই আউট হয়ে যান সাবেক অধিনায়ক এমএস ধোনি। পরপর ২ উইকেট পড়লে কিছুটা চাপে পড়লেও দলকে রানের চাকায় চাপমুক্ত করেই দলীয় ৩১৪ রানের মাথায় সাজঘরে ফিরেন ভিরাট কোহলি।

সবশেষে বিজয় শংকর এর ১৯ আর কেদার যাদবের ৯ রান দলকে পৌঁছে দেয় ৩৩৬ রানে। জয়ের জন্য পাকিস্তানকের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৩৭ রানের।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ৩ উইকেট এবং হাসান আলী ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট নেন।

/এসএস

মন্তব্য করুন