হাসপাতালে শয্যাশায়ী প্রিয় বাবা

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

সৈয়দ আনোয়ার আবদুল্লাহ

প্রিয় বাবা! আমার মাথার উপর সুশীতল ছায়ার বটবৃক্ষ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছায়া। তিনি বাবা। বাবার তুলনা তিনি নিজেই। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা মানে নির্ভরতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর।


আমি যখন হাসপাতালের বেডে শয্যাশায়ী অসুস্থ বাবার দিকে ফেল ফেল নয়েনে তাকিয়ে থাকি কিংবা পরম যত্নে আদর করে মূখে একটু খাবার খাইয়ে দেই, তখন মনে পড়ে আমার ছেলে বেলার কথা। আজ আমার সন্তানদেরকে আমি যেভাবে কোলে পিঠে, কাঁধে নেই, বুকে জড়িয়ে ঘুমাই, তাদের সকল আবদার পুরা করার চেষ্টা করি পরম মমতায়, একদিন আমার প্রিয়তম বাবা তার চেয়ে বেশি প্রেম স্নেহ মমতা সোহাগ ও ভালবাসা দিয়েছেন তার একমাত্র সন্তানকে। যাকে ঘিরে তার জীবনের সকল স্বপ্ন ছিল। আমি সেই পরম প্রিয় বাবার এক হতভাগা পুত্র, যে কিনা বাবার স্বপ্নই পূরনে কিছু করতে পারি নি।

কবির ভাষায়,”মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়/ পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়’— সন্তানের প্রতি বাবার ভালোবাসা এতোটাই স্বার্থহীন যে, সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও তাঁরা কুণ্ঠাবোধ করেন না।

রাগ শাসন আর রাশভারী চেহারার আবডালে তার কোমল হৃদয় কোনভাবেই মাতৃহৃদয়ের চেয়ে কম ছিল না কখনো। ‘মা’ এর মতো ‘বাবা’ও ছোট্ট একটি শব্দ, অথচ গভীরতা অতলান্ত-অসীম।

পবিত্র কুরআনে সুরা আহকাফের ১৪ নম্বর আয়াতে, বনী ইসরাইলের ২৪ নম্বর আয়াতে, সুরা নিসার ৩৬ নম্বর আয়াতে সুরা লোকমানের ১৪ নম্বর আয়াতে পিতা-মাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। “সন্তানের জন্য পিতার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে কোন আড়াল থাকে না” বলেছেন আল্লাহ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন,‘পিতা জান্নাতের দরজা। যদি চাও, দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতুবা তা রক্ষা করতে পারো। (তিরমিযী, তুহফাতুল আহওয়াযী, ৬/২৫)।

রাসূল (সা) বলেছেন, ‘তার নাক ধূলায় মলিন হোক (৩ বার), সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! সেই হতভাগ্য ব্যক্তিটি কে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম এরশাদ করেন, সে হলো ঐ ব্যক্তি, যে তার পিতা-মাতা উভয়কে অথবা একজনকে পেল অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না’ (মুসলিম-৪/১৯৭৮, হা-২৫৫১)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত।’ (তিরমিযি-১৮৯৯)।

আজ আমি সন্তান হিসাবে অসুস্থ প্রিয় বাবাকে বাঁচানোর জন্য লড়াই করছি। কেউ পাশে থাক বা না থাক, বাবা আমার এক সুবাশিষ মহিরুহ। বিছানায় পরে থেকে হলেও যেন বাবা আরো অনেকদিন বেঁচে থাকেন।

বাবা দিবসে, পৃথিবীর সকল বাবাদের জন্য সন্তানের নিবিড় পরিচর্যা ও জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাবাদের সুখের জন্য লড়ে যাওয়া হোক জীবনের প্রত্যয়। বাবার জন্য শুভকামনা। আল্লাহ তুমি সহায় হও। আমিন…

মন্তব্য করুন