

আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেলো দক্ষিণ আফ্রিকা। ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ ওভার ৪ বল খেলেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিন আফ্রিকা।
হাশিম আমলা ৮৩ বল খেলে ৪১ রান নিয়ে অপরাজিত থাকেন। অন্যদিকে অপর ওপেনার কুইন্টন ডি কক করেন ৭২ বলে ৬৮ রান। আন্দিল পেহলুকুয়ো ১৭ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের পক্ষে একমাত্র উইকেটটি নেন গুলবাদিন নায়েব।
কার্ডি এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ১ বল খেলে ১২৫ রান করেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান (২৫ বল) করেন লোয়ার অর্ডারে নামা রশিদ খান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ নূর আলী জাদরান করেন ৩২ রান, হযরত উল্লাহ জাঝাই করেন ২২ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান তাহির নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া ক্রিস মরিস নেন ৩ উইকেট, আন্দিল পেহলুকুয়ো নেন ২ উইকেট এবং কাগিসো রাবাদা নেন ১ উইকেট।
/এসএস