

জয়ের ধারা অব্যাহত রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ রানের জয় পেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৭ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস।
৩৪৭ রানের টার্গেটে লঙ্কানদের শুরুটা হয়েছিলো বেশ চমৎকার। লঙ্কানরা প্রথম উইকেট জুটিতে তোলে ১১৫ রান। কুশল পেরেরা ৫২ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে ৯৭ রান করে আউট হন দিমুনাথ করুণারত্নে।
কিন্তু এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। ওপিনং জুটি চলে যাওয়ার পর সর্বোচ্চ ৩০ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৫৫ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া ক্যান রিচার্ডসন ৩টি, প্যাট কামিন্স ২টি, জেসন বেহরেনডর্ফ নেন ১টি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান করে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে নেমে ডেভিড ওয়ার্নার ২৬ রানে উউট হলেও অ্যারোঞ্চ ফিঞ্চ খেলেন সর্বোচ্চ ১৩২ বলে ১৫৩ রানের ইনিংস। এছাড়া স্টিভেন স্মিথ ৭৩ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৪৬ রান করেন।
লঙ্কানদের পক্ষে ইসুরু উদানা, ধনঞ্জয় ডি সিলভা ২টি করে উইকেট নেন। লাসিথ মালিঙ্গা নেন ১টি উইকেট।
/এসএস