এস-৪০০ কেনার চুক্তি একটি ‘সম্পন্ন চুক্তি’, ফের আমেরিকার হঁশিয়ারি প্রত্যাখ্যান এরদোগানের

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার তৈরি উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য মস্কোর সঙ্গে করা চুক্তিটি একটি ‘সম্পন্ন চুক্তি’। এটি কেনার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা আবারও প্রত্যাখ্যান করেছেন তিনি।

গতকাল বুধবার একে পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন প্রসিডেন্ট এর্দোগান।

আগামী জুলাইয়ের মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্কের কাছে হস্তান্তর করা হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন তিনি। এর্দোগান বলেনে, “তুরস্ক এরই মধ্যে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ফেলেছে।

এটি একটি সম্পন্ন চুক্তি। আমি আশা করি আগামী মাসের মধ্যে এটি তুরস্কের কাছে হস্তান্তর করা হবে।” এস-৪০০ কেনার ইস্যুতে ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে।

আমেরিকা দাবি করে আসছে যে এটি ন্যাটো জোটের নীতি বিরোধী পদক্ষেপ। তুরস্ক ন্যাটো জোটের অন্যতম সদস্য।

এর আগে মার্কিন সরকার রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বাতিল করার জন্য তুরস্ককে জুলাই’র শেষ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেধে দিয়ে বলেছিল, এ সময়ের মধ্যে এটি বাতিল করতে ব্যর্থ হলে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান দেবে না ওয়াশিংটন।

পার্সটুডে

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন