

ভয়েস স্পোর্টস: বাংলাদেশে-শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের ১৬ তম ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। পয়েন্ট ভাগাভাগিতে শ্রীলঙ্কার অবস্থান এখন পয়েন্ট টেবিলে ৫-এ। তাই বেজায় খুশি লঙ্কান শিবিরে।
লঙ্কান অধিনায়বক দিমুথ করুনারত্নে তো হাসিমুখেই খুশির কথা জানালেন। সংবাদ সম্মেলনে এসে বললেন, দল হিসেবে আমরা বলব, এখানে খেলতে এসেছি। কখনো কখনো যদি পয়েন্ট ভাগাভাগি করেন, সেটা ভালো। তবে আমরা ফ্রি ফ্রি পয়েন্ট পেতে চাই না। আমরা খেলে জিতে পয়েন্ট পেতে চাই। এটাই আমি ভাবছি। দুর্ভাগ্য বৃষ্টি বাধা দিয়েছে। সব জায়গায় আসলে বৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, আমরা পয়েন্ট পেয়ে খুশি। এখন চোখ রাখছি সামনে।
এদিকে বাংলাদেশ টিম এতে বেজায় অখুশি। বাংলাদেশ টিম খেলতে চেয়েছিলো। শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য জয় পাবে এমন বিশ্বাস বাংলাদেশ দলের সবার। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সই এই বিশ্বাস দিয়েছে। তাই ম্যাচ ভেস্তে যাওয়ার রিজার্ভ ডে না থাকায় ক্ষোভও ঝড়িয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে দলের কোচ স্টিভ রোডস আইসিসি কর্তাদের খোঁচা মেরে বলেছেন, ‘আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না, যখন টুর্নামেন্টটা এত লম্বা’।
বাংলাদেশ দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্ত্তোজাও হতাশ। তিনি বলেছেন, এটা সব দলের জন্যই হতাশার। মাঠে এসে খেলতে না পারাটা অবশ্যই হতাশার।
চার ম্যাচের এক জয়, দুই পরাজয়ে ও পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশ এখন পয়েন্টে টেবিলের ৭-এ। সামনে আছে আর ৫ ম্যাচ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তান। ৫ ম্যাচের কমপক্ষে ৩ ম্যাচ জিততে হবে সেমিনাইলে যেতে হলে।
পয়েন্ট টেবিলের খেলাছলে পয়েন্ট হেরফের হলেও কমপক্ষে ২টি ম্যাচ জিততেই হবে। বাংলাদেশ চেয়েছিলো আজকের ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে থাকতে। তার আর হলো কই? লক্ষ্যটা এখন আরো জটিল হয়ে গেলো। দেখা যাক সামনে কী হয়।
/এসএস