

লিখেছেন, মারুফ মুনির: বিশ্বকাপের ১৩তম দিনে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। যা বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা।
বিশ্বকাপের এটি ১৬ তম ম্যাচ হলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার এটি চতুর্থতম ম্যাচ। বাংলাদেশ এর আগে তিন ম্যাচ খেলে একটি জয় এবং দুটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের আট-এ আছে।
অন্যদিকে তিন ম্যাচের এক জয়, এক পরাজয় আর ফলাফল শূন্য এক ম্যাচ নিয়ে পয়েন্ট টেবিলের ছয়-এ আছে শ্রীলঙ্কা। আজকের দিনের একমাত্র খেলায় দু’দলই চাইবে ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে।
দু’দলের পারফরমেন্স বিবেচনায় এখন পর্যন্ত বাংলাদেশ দলই এগিয়ে। শক্তিশালী ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ দুই ম্যাচ হারলেও লড়াই করেছে।
অন্যদিকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে শোচনীয়ভাবে। আফগানিস্তনের বিপক্ষে জিতেছে অনেকটা বৃষ্টির সহায়তায়। আর পাকিস্তানের বিপক্ষে তো মাঠেই নামা হয়নি।
এদিকে ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সব মহলের বিশ্বকাপ এর পূর্ব থেকেই ধারণা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতবে। এমনকি ম্যাককালামের ভবিষ্যতবাণীতেও বাংলাদেশের একমাত্র জয়ের প্রতিপক্ষ এই শ্রীলঙ্কা।
খেলা শুরুর আগে বিবিসি বাংলার এক জরিপও বলছে আজকের ম্যাচে বাংলাদেশ জিতবে। তবে বিশ্বকাপ পরিসংখ্যানে শ্রীলঙ্কাই এগিয়ে। এগিয়ে বলতে বাংলাদেশে পেছনেও নেই। এর আগে বিশ্বকাপে তিন ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশে-শ্রীয়লঙ্কা। তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছ। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে দল হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখবে যে কেউ।
তবে মাঠে নামার আগে কোনো দলই নির্ভার নয়। দুই দলেরই সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে জয়ের বিকল্পট নেই। চাপে রয়েছে উভয়েই। এরমধ্যে বাংলাদেশ দলের অন্যতম ভরসা চলতি বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়ত।
বাংলাদেশে দলের ক্রিকেটাররা গতকাল সোমবার যখন কঠোর অনুশীলন করছিলেন তখন এদিক-ওদিক ঘুরে দেখছিলেন সাকিব আল হাসান। উরুর ইনজুরিতে ভুগছেন সাকিব। সেজন্য অনুশীলনও করেননি। গতকালই স্ক্যান করা হয়েছে।
- বিসিবির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সামান্যতম সমস্যা থাকলেও আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না সাকিব। তবে এখনো পর্যন্ত স্ক্যান রিপোর্ট পাওয়া যায়নি (রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত)। কমপক্ষে বাংলাদেশ সময় আজ বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা তারপর হয়তো জানা যাবে সাকিব মাঠে নামছেন কিনা।
কেননা, মেডিকেল রিপোর্টে খারাপ কিছু হলে সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। কিন্তু দেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে স্বয়ং দলপতি মাশরাফিও নিশ্চয়ই চাইবে না সাকিবকে ছাড়া মাঠে নামতে।
বিশ্বকাপের ইতিহাতে বাংলাদেশি কোনো ক্রিকেটার এই প্রথম সেরা রান সংগ্রাহকের তালিকায় বিশ্বকাপের ১৩তম ম্যাচে এসেও। যেখানে কিনা খেলছেন, ক্রিস গেইল, হাশিম আমলা, স্টিভেন স্মিথ, ভিরাট কোহলিদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা।
হতে পারে সাকিব নিজে সুস্থতা অনুভব করলে মাঠে নামতে পারেন আজকের খেলায়। মাশরাফিও হয়তো চাইবেন না এই মুহুর্তে দলের সেরা অস্ত্র বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ছাড়া মাঠে নামতে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কী হয় ম্যাচের ফলাফলটাও…..
/এসএস