অস্ট্রেলিয়াকে ৩৮ রানে হারালো ভারত

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৯

ভয়েস স্পোর্টস: ৩৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি অস্ট্রেলিয়ার। ওপেনিং জুটিতে ৬১ রান তুলে ৩৬ রান করে অ্যারোঞ্চ ফিঞ্চ আউট হয়ে ফিরলেও ডেভিড ওয়ার্নার উইকেট ধরে খেলেন। ৮৪ বলে করেন ৫৬ রানের ইনিংস।

এরপর স্টিভেট স্মিথ ৬৭ , উসমান খাজা করেন ৪২ রান। শেষদিকে িএলেক্স কেরি কেবল ৩৫ বলে ৫৫ রানের ইনিংস কেলে ব্যবধান কমান। এছাড়া আর কেউ তেমন মাথা তুলে দাঁড়াতে পারেনি।

শেষ পর্যন্ত শেষ বলে উইকেট দিয়ে ১০ উইকেট হারিয়ে ৩১৬ রান তোলে অস্ট্রেলিয়া। ভারত জয় পায় ৩৬ রানের। ভারতের পক্ষে ভুবেশ্বর কুমার ও জাসপ্রিত ভুমরা ৩টি করে উইকেট নেন। ইউজবেন্দ্র চাহাল নেন ২টি উইকেট।

এর আগে টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দলনায়কের সিদ্ধান্তের উপযুক্ত প্রমাণও দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। আউট হওয়ার আগে রোহিত শর্মা করেন ৭০ বলে ৫৭ রান, শিখর ধাওয়ান করেন ১০৯ বলে ১১৭ রান।

এই দুজনআউট হওয়ার পরে হার্দিক পান্ডে আউট হন ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে। এরপর ১৪ বলে ২৭ রান করে ফিরে যান সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এররপ ভিরাট কোহলি খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস।

কোহলি যখন আউট হস দলীয় রান তখন ৪৯ ওভার ৫ বলে ৩৪৮ রান। শেষ বলে ৪ মেরে সাড়ে তিনশো পার করেন লোকেশ রাহুল। ১ চার ১ ছয় মিলে লোকেশ করেন ৩ বলে ১১ রান। অপরপ্রান্তে শেষ বলের আগে মাঠে নেমে দর্শকের ভুমিকা পালন করেন কেদার যাদব।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ১টি করে উইকেট নেন। মার্কাস স্টেইনস নেন ২টি উইকেট।

মন্তব্য করুন