

ভয়েস স্পোর্টস: টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ তুলেছে ভারত। সোমবার ওভালে টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
দলনায়কের সিদ্ধান্তের উপযুক্ত প্রমাণও দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। আউট হওয়ার আগে রোহিত শর্মা করেন ৭০ বলে ৫৭ রান, শিখর ধাওয়ান করেন ১০৯ বলে ১১৭ রান।
এই দুজনআউট হওয়ার পরে হার্দিক পান্ডে আউট হন ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে। এরপর ১৪ বলে ২৭ রান করে ফিরে যান সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এররপ ভিরাট কোহলি খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস।
কোহলি যখন আউট হস দলীয় রান তখন ৪৯ ওভার ৫ বলে ৩৪৮ রান। শেষ বলে ৪ মেরে সাড়ে তিনশো পার করেন লোকেশ রাহুল। ১ চার ১ ছয় মিলে লোকেশ করেন ৩ বলে ১১ রান। অপরপ্রান্তে শেষ বলের আগে মাঠে নেমে দর্শকের ভুমিকা পালন করেন কেদার যাদব।
অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ১টি করে উইকেট নেন। মার্কাস স্টেইনস নেন ২টি উইকেট।
/এসএস