টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুন ৮, ২০১৯

ভয়েস স্পোর্টস: ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। কার্ডিফে আজ দুই দলই মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে। এর আগে দুই দলই দুই ম্যাচ করে খেলে নিজেদের প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে পরাজয় নিয়ে আজ নামছে এগিয়ে যাওয়ার মিশনে।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড হারে পাকিস্তানের কাছে আর বাংলাদেশ হারে নিউজিল্যান্ডের কাছে।

আজ কার্ডিফে দুই দলই চাইবে নিজেদের এগিয়ে নিতে। লড়াইয়ের প্রথম ধাপে ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশই। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তোজা এদিন টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

বরাবরের মতোই ইংল্যান্ড ইনিংসের ওপেন করতে মাঠে নেমেছেন জেসন রয় ও জনি বারিস্তো। অন্যদিকে বাংলাদেশের পক্ষে বোলিংয়ে শুরু করেছেন সাকিব আল হাসান।

/এসএস

মন্তব্য করুন