ঐক্যফ্রন্ট ঠিক আছে, এবছরই জোরদার আন্দোলন: ড. কামাল

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ৬, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টে কোনো বিভক্তি নেই দাবি করে এ বছরই জোরদার আন্দোলন হবে বলেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৃহস্পতিবার সকালে এক ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান ড. কামাল।

তিনি বলেন, আমাদের লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তোলা, আর সব দল যারা সমমনা, তাদের সঙ্গে নেয়া। সেই কাজটা আমাদের অব্যাহত আছে এবং আরো জোরদার করা হবে।

ড. কামাল হোসেন আরো বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্রয়োজন এবং সচেতন রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদের ঐক্য অপরিহার্য।

একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামালের নেতৃত্বে গড়ে ওঠা ঐক্যফ্রন্টে বিএনপি ও গণফোরাম ছাড়াও রয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জেএসডি ও নাগরিক ঐক্য।

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জোট ছাড়ার হুমকি দিয়েছেন, অসন্তোষ জানিয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

ঐক্যফ্রন্ট ভাঙছে কি না- এই প্রশ্নে কামাল বলেন, মোটেই না। আমরা আগামী ১২ তারিখে বসছি আবার। আমাদের কথা হলো, আমরা বসে পুরো কৌশলটা ঠিক করে মাঠে নেমে যাই, ঐক্য আরো সুসংহত করি।

উনি (কাদের সিদ্দিকী) আমাদের ঐক্যের অন্যতম সাথী। তিনি প্রশ্নগুলো করতে পারেন। আমরা খোলামন নিয়ে ঘণ্টা-দুয়েক তার সঙ্গে আলাপ করেছি। আমরা ১২ তারিখ বসে ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারব।

সরকারের বিরুদ্ধে আন্দোলন বিষয়ে ড. কামাল হোসেন বলেন, তারা কর্মকৌশল তৈরি করছেন। ঐক্য সংসুহত করে এই বছরেই আন্দোলন শুরুর করতে যাচ্ছেন।

গণতান্ত্রিক যে ব্যবস্থা হওয়ার কথা, তা থেকে দেশের আজ মানুষ বঞ্চিত। সে জিনিসটাকে যত দ্রুত ফিরিয়ে আনা যায়, দেশের নিয়ন্ত্রণ জনগনের হাতে নিয়ে আসা যায়, এটাই আমাদের মূল্য লক্ষ্য।

তিনি বলেন, আমি মনে করি, এই বছরের মধ্যে জনগণের মধ্যে ঐক্যকে আরও সুসংহত করে দেশে আরও প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কাজে আমাদের সবাইকে কাজে নেমে (দাবি) আদায় করতে হবে।

গণফোরামের নেতা আবু সাইয়িদ, মহসিন রশিদ, সিদ্দিকুর রহমান, আহমেদ আমীন আফসারী, লতিফুল বারী হামিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএস

মন্তব্য করুন