

ভয়েস স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪৭.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্লাক ক্যাপসরা।
বাংলাদেশের দেয়া ১৪৫ রানের টার্গেটে দলীয় ৩৫ রানের মাথায় কিছুটা ঝড়ো গতিতে খেলা মার্টিন গাপটিলকে ব্যক্তিগত ২৫ রানে তামিম ইকবালের তালুবন্দি করে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।
এরপর ৫৫ রানের মাথায় ফের আঘাত হানেন সাকিব। এবার ৩৪ বলে ২৪ রান করা কলিন মুনরোকে মেহেদি মিরাজের তালুবন্দি করেন সাকিব।
এরার টম লাথান কোনো রান না করে মেহেদি মিরাজের শিকার হলেও রস টেইলর আর কেন উইলিয়ামসন দলকে জয়ের ভিত গড়ে দিয়ে যান।
২২ বলে যখন নিউজল্যান্ডের ৭ রানের দরকর ঠিক তার পরের বলেই সাইফুদ্দিনের ফুলটস ডেলিভারিতে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন ম্যাট হেনরি।
কিছুটা উল্লাস এবং আশা জেগে উঠে বাংলাদেশি সমর্থকদের মধ্যে। এরপর লুক ফারগুস পরপর দু’বল অসহায়ের মতো ডট দিলে আশাটা আরো পোক্ত হয়ে উঠে। কিন্তু শেস বলটির আগে একটি ওয়াইড আর শেষ বলে চারে মার খেয়ে সাইফুদ্দিনের হাত থেকেই ম্যাচটি ফসকে যায়।
৪৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের করা প্রথম বল থেকে ১ রানের পরিবর্তে ৪ রান তুলে নেন মিচেল স্যাটনার।
বাংলাদেশের পক্ষে সাকিব, মেহিদ, সাইফুদ্দিন, মোসাদ্দেক প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৫ ও ৬০ রানের মাথায় দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ২৫ ও তামিম ইকবাল ২৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন।
এরপর মুশফিক-সাকিব জুটি গড়ে কিছু হাল ধরেন। মুশফিক ১৯ রানে আউট হলেও সাকিব করেন টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। খেলেন ৬৮ বলে ৬৪ রানের ইনিংস। মিঠিুনের সাথে কিছু সময় জুচি গড়ে সাকিব ফিরে যাওয়ার পর মিঠুনও দলীয় ১৭৯ রানের মাথায় ফিরে যান ব্যক্তিগত ২৬ রানে।
এপর ৪১ বলে ২৬ রানের ধীরগতির ইনিংস খেলে দ্রুতই চলে যান মাহমুদ উল্লাহ রিয়াদ। মোসাদ্দেক ফিরে যান ২২ বলে ১১ রান করে। তবে শেষ দিকে সাইফুদ্দিন কিছুটা রান তোলেন। শেষ উইকেট হারানোর আগে সাইফুদ্দিন করেন ২৩ বলে ২৯ রান। এর আগে মেহেদি ও মাশরাফি আউট হন ৭ ও ১ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ২টি উইকেট। এছাড়া লুকি ফারগুসুন, কলিন ডি গ্রান্ডহোম ও মিচেল স্যান্টনার নেন ১টি করে উইকেট।
/এসএস