এবার সিলেট সিক্সার্সে আফ্রিকার স্পিনার ইমরান তাহির

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

পাবলিক ভয়েস: গত বিপিএলে ৭ দলের মধ্যে পঞ্চম হয়েছিল সিলেট সিক্সার্স। সেই হতাশা মুছে ফেলতেই কিনা এবার যেন শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নেসেছে তারা। হ্যাঁ শিরোপার লক্ষ্যে এবার শক্তিশালী দলই গড়েছে সিলেট সিক্সার্স।

টুর্নামেন্টকে সামনে রেখে দলের শক্তি আরও বৃদ্ধি করতে এবার নিয়ে এল আরও দুই বিদেশিকে। সেই দুই বিদেশির একজন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

গতকালই এই দুজনকে দলভুক্ত করেছে সিলেট সিক্সার্স। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। হাবভাব দেখে মনে হচ্ছে, টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছে সিলেট। দলটির বিদেশি খেলোয়াড়দের নামগুলোর দিকে দৃষ্টি দিলেই বিষয়টা স্পষ্ট।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের দুই বিধ্বংসী ওপেনার নিকোলাস পুরান ও আন্দ্রে ফ্লেচার, দুই পাকিস্তানি পেসার সোহেল তানভীর ও মোহাম্মদ ইরফান, আফগানিস্তানের গুলবাদিন নাইব, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ফাবিয়ান অ্যালেন ও নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচ্ছানেরাকে দলে ভিড়িয়েছে আগেই। এদের সঙ্গে এবার যোগ হলেন ইমরান তাহির ও মোহাম্মদ নেওয়াজও।

স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে, প্রতিপক্ষ দলগুলোকে স্পিন দিয়েই ঘায়েল করতে চাইছে সিলেট। বাংলাদেশি তরুণ আফিফ হোসেন, অলক কাপালি ও নাবিল সামাদের সঙ্গে আছেন ক্যারিবীয় স্পিনার অ্যালেন ও নেপালি স্পিনার সন্দ্বীপ।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলা নেওয়াজের ৯০টি টি-টুয়েন্টি ম্যাচে ৬৮ উইকেট সেই কথাই বলছে। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ কার্যকর নেওয়াজ। ৯০ ম্যাচে করেছেন ৭৭২ রান। পাকিস্তানি এই অলরাউন্ডার বর্তমানেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি লিগ এমজানসি সুপার লিগে (এমএসএল) নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টর্সের হয়ে নিয়মিতই আলো ছড়াচ্ছেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে সিলেট সিক্সার্স।

 

#এনাইকিউ

মন্তব্য করুন