

ভয়েস স্পোর্টস: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছ ভারত। দক্ষিন আফ্রিকার ৯ উইকেটে ২২৮ রানের টার্গেটে ৪৭. ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এ নিয়ে টানা তিন ম্যাচ হারলো দক্ষিণ আফ্রিকা।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা। দলে পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন বোলার ক্রিস মরিস।
এছাড়া কুইন্টন ডি কক ৩৮, ডেভিড মিলার ৩১, আনদিল পেহলুকুয়ে করেন ৩৪ রান।ইউজভেন্দ্র চাহাল সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া ভুবেনশ্বর কুমার ও জাসপ্রিত ভুমরা নেন ২টি করে উইকেট। কুলদিব যাদব নেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র রানের মাথায় শিখর ধাওয়ান ব্যক্তিগত ৮ রানে সােজঘরে ফিরলেও আরেক ওপেনার রোহিত শার্মা ১২২ রানে ছিলেন অপরাজিত।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে আউট হন এমএস ধোনি।ভারট কোহলি (১৮) লোকেশ রাহুল (২৬) এই চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। হার্দিক পান্ডিয়া ১৫ রানে অপরাজিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদ ২টি এবং ক্রিস মরিস ও আন্দিল পেহলুকুয়ে নেন ১টি করে উইকেট।
/এসএস