সন্ধায় ফেবারিট হয়েই বাংলাদেশ মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৯

সুতরাং আজকের দ্বিতীয় ম্যাচে কাউকে ফেবারিট বলতে হলে বাংলাদেশকেই বলতে হবে। দেখা আজকে শেষ পর্যন্ত কী হয়।


ভয়েস স্পোর্টস: সন্ধায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। দু’দলের শক্তিমত্তার লড়াইও বটে। বাংলাদেশের অপরিবর্তিত ভ্যেনু ওভালেই নামছে স্থানীয় সময় দুপুর দেড়টায়। বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৬টায় শুরু হবে খেলাটি।

দিনের অপর খেলাটি শুরু হবে স্থানীয় সময় সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত।

এদিকে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে। কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ২১ রানের সহজ জয় তুলে নিয়েছিলো ওভালে।

আজ দুই দল মাঠে ওভালে। শক্তিমত্তার বিচারে কেউ কারো চেয়ে এগিয়ে নেই এটা বলা যায়। কেননা, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ যেমন হোয়াইটওয়াশ হওয়ার নজির আছে তেমনি বাংলাদেশের মাটিতেও দু’দুবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার নজির আছে।

তবে নিরপেক্ষ ভ্যেনুতে বাংলাদেশই এগিয়ে। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ওয়েলসে নিউজিল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন মাশরাফিরা।

আজকের ভ্যেনুও বাংলাদেশ খুব চেনা। মাত্র তিনদিন আগে এই ওভালেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সুতরাং আজকের দ্বিতীয় ম্যাচে কাউকে ফেবারিট বলতে হলে বাংলাদেশকেই বলতে হবে। দেখা আজকে শেষ পর্যন্ত কী হয়।

/এসএস

মন্তব্য করুন