বৃষ্টি আইনে সহজ টার্গেটেও বিধ্বংসী লঙ্কান বোলিংয়ের কাছে হারলো আফগানিস্তান

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৯

ভয়েস স্পোর্টস: ব্যাটিং ব্যর্থতার পর বিধ্বংসী বোলিংয়ের জোরে আফগানিস্তানের বিপক্ষে ৩৪ রানের জয় পেলো শ্রীলঙ্কা। টসে জিতে আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান।

৩৩ ওভার পর্যন্ত খেলা চলছিলো ঠিকঠাক। কিন্তু এরপরই বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর খেলাটি বেঁধে  দেয়া হয় ৪১ ওভারে। কিন্তু এরপর মাত্র ৩.৫ ওভার খেলতে পারে লঙ্কানরা। অর্থাৎ ৩৬.৫ ওভারে ২০১ রান করেই সব কটি উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।

মোহাম্মদ নবী ৪ উইকেট নিয়ে একাই লঙ্কান ব্যাটিং অর্ডারে ধ্বস নামান। এছাড়াও আদিল রশিদ ও দৌলাত জাদরান নেন ২টি করে উইকেট। ১টি উইকেট শিকার করেন হামিদ হাসান।

মঙ্গলবার (জুন ০৪) কার্ডিফে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে দু’দল।

আফগানদের সামনে টার্গেটা দাঁড়ায় ১৮৭ রানের। শুরুটা ভালোই করে আফগানিস্তান। ৪.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুলে ফেলেন দুই ওপেনার হজরউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহাজাদ।

দলীয় সর্বোচ্চ ৪৩ রান করা নাজিবুল্লাহ জাদরান শেষ দিকে রান আউটের শিকার হলে ম্যাচ ঘুরে যায় শ্রীলঙ্কার দিকে। আর হামিদ হাসানকে বোল্ড করে আফগানদের জয়ের স্বপ্নকে মাটিতে নামান মালিঙ্গা।

প্রদীপ কুমার লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে যেন মোহাম্মদ নবীর প্রতিশোধটাই নেন। বুড়ো লাসিঙ্গা নেন ৩টি উইকেট। এছাড়া ইসুরু উদানা ও থিসারা পেরেরা একটি করে উইকেট পান।

শেষ পর্যন্ত ৩২ ওভার ৪ বলে ১৫২ রান করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শ্রীলঙ্কা জয় পায় ৩৪ রানের।

/এসএস

মন্তব্য করুন