তীরে এসে তরী ডুবলো ইংল্যান্ডের; পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

আদিল রশিদ (৩) আর মার্ক উড (১০) শুধু খেলাটা সমাপ্তি টানেন। শেষ বলে মার্ক উডের মারা বাউন্ডারিতেই যেন হেসে ওঠে গোটা পাকিস্তান। ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।


ভয়েস স্পোর্টস: বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড। পাকিস্তানের দেয়া ৩৪৯ রানের টার্গেটে খেলেতে নেমে শুরুতে হোচট খেলেও শেষ পর্যন্ত সহজেই জয় তুলে নিলো ইংল্যান্ড। এমনটাই লেখা হয়েছিলো প্রথমে। কিন্তু শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পাকিস্তান।

আগের ম্যাচে বাজে ব্যাটিংয়ে হেরে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাড়িয়েছিলো পাকিস্তান। খুবই স্বাচ্ছন্দ এবং স্বাভাবিক খেলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রান করেছে পাকিস্তান।

পাকিস্তানের এমন বিশাল স্কোরে ইংল্যান্ডের সামনে সমীকরণ দাঁড়ায় বিশ্বাকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ার। এর আগে এই ইংল্যান্ডের বিপক্ষেই রেকর্ডটি করেছিলো আয়ারল্যান্ড।

  • ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের করা ৩২৮ রান টপকে ম্যাচ জিতেছিল আয়ারল্যান্ড। নিজেদের বিপক্ষে করা রেকর্ডই নিজেদের ভাঙতে হতো আজ ইংল্যান্ডের সামনে। সেটাই করে দেখালো একদম ফেবারিটের মতোই। কিন্তু না দেখাতে পারেনি। তীরে এসে তরী ডুবিয়েছে ইংল্যান্ড।

৩৪৮ রান তাড়া করতে নেমে মাত্র ১২ এবং ৬০ রানের মাথায় দুই ওপেনার জেসন রয় (৮) ও জনি বারিস্তো (৩২) আউট হয়ে গেলেও শক্তভাবে দলের হাল ধরেন জো রুট। করেন ১০৪ বলে ১০৭ রান।

মাঝখানে ইয়ন মরগান (৯) ও বেন স্টোকস (১৩) ফিরে গেলেও  রানের চাকা থামেনি। জো রুটের পর জস বাটলার খেলেন ৭৬ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস।

জো রুটের পর বাটলারও সাজঘরের পথ ধরেন। এরপর মঈন আলী আউট হন ২০ বলে ১৯ রান যোগ করে। দলের হয়ে ৩ উইকেট শিকার করা বোলার ক্রিস ওয়াকেসও কম যাননি। ১৪ বলে খেলে যান ২১ রানের ইনিংস। জোফরা আর্চার ফিরেন ১ রানে।

আদিল রশিদ (৩) আর মার্ক উড (১০) শুধু খেলাটা সমাপ্তি টানেন। শেষ বলে মার্ক উডের মারা বাউন্ডারিতেই যেন হেসে ওঠে গোটা পাকিস্তান। ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

দলের পক্ষে শাদাব খান ও মোহাম্মদ আমির ২টি করে উইকেট শিকার করেন। ওহাব রিয়াজ নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক নেন ১টি করে উইকেট।

/এসএস

মন্তব্য করুন