

বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যার্থতায় ওয়েস্টে ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার পর যেন আজ তার পণ করেই নেমেছিলো।
খুবই স্বাচ্ছন্দ এবং স্বাভাবিক খেলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রান করেছে পাকিস্তান।এর আগে ট্রেন্ট ব্রিজে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতে ৮২ রান তোলে দুই পাকিস্তানি ওপেনার ইমাম উল হক ও ফখর জামান। ফখর জামান আউট হন ৩৬ রান করে। ইমাম উল হক ফিরেন ৪৪ রানে।
এরপর বাবর আজম এর ৬৩, মোহাম্মদ হাফিজ এর ৮৪ ও সরফরাজ আহমেদ এর ৫৫ দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। আসিফ আলী ১৪ রান করে আউট হলেও হাসান আলী ও সাদাব খান দৃঢ়তা দেখাতে ভুল করেননি। দুজনেই যথাক্রমে ৫ ও ৪ বলে খেলে ১০ রানে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডেরপক্ষে মঈন আলী ও ক্রিস ওয়াকেস ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া মার্ক উড নেন ২টি উইকেট।
/এসএস