‘ওভালে জড়ো হচ্ছে টাইগার ভক্তরা, মাঠে নামছে সাড়ে তিনটায়’

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
ছবি বিবিসি

এক ম্যাচ হেরে বিধ্বস্ত দক্ষিণ আফিকা নাকি ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ! কে জিতবে আজকের ম্যাচ? 


আজ সাড়ে সাড়ে তিনটায় ওভালে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফিক্রার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। টাইগারদের খেলা উপভোগ করতে দুপুরের আগেই (স্থানীয় সময় সকাল থেকে) টাইগার ভক্তরা ওভালে ভিড় জমাতে শুরু করে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় লন্ডনের ওভাল গ্রাউন্ডে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। নিজেদের প্রথম শুরুর আগে কিছুট স্বতি নিয়েই মাঠে নামবে টাইগাররা।

কেননা, প্রতিপক্ষ আফ্রিকা এর আগে স্বাগতিক ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচ হেরে বিধ্বস্ত হয়ে আছে। এদিকে প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারলেও ত্রিদেীশয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে খোশ মেজাজেই আছে বাংলাদেশ দল।

বিশ্বকাপ মিশন শুরুর আগে দলের অন্যতম ব্যাটিং ভরসা ড্যাশিং তামিম ইকবালের ইনজুরির খবর সাময়িক শঙ্কা দেখা দিলেও নিশিষেেই তা উবে গেছে। পুরোপুরি ফিট তামিম ইকবাল মাঠে নামছেন দলের সঙ্গে আজই।

এক ম্যাচ হেরে বিধ্বস্ত দক্ষিণ আফিকা নাকি ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ! কে জিতবে আজকের ম্যাচ? দেখা যাক কী হয়। তার আগে খেলাটা শুরু হোক।

/এসএস

মন্তব্য করুন