‘মুশফিক, মাহমুদ উল্লাহ ও মিরাজ; তিনজনই খেলেছেন রোজা রেখে’

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯
ত্রিদেশীয় সিরিজেও ছিলো তিন তারকার গূরুত্বপূর্ণ পারফর্মেন্স। এজন্য এই রোজা রেখে খেলেও ভালো পারফর্মেন্স করায় তিন তারকাকে ধন্যবাদ দিতে ভুল করেননি দলপতি মাশরাফি।

ভয়েস স্পোর্টস: মুশফিক-মাহমুদ উল্লাহ রিয়াদ বাংলাদেশে ক্রিকেটের অন্যতম সেরা তারকা এটা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। মেহিদি হাসান মিরাজও নিজেকে প্রমাণ কেরে চলছেন প্রতিনিয়ত।

বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেও সক্ষমতার প্রমাণ রেখেছেন তিনজনই। এদিন তিনজনই নেমছিলেন রোজা রাখা অবস্থায়। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আয়ারল্যান্ড যায় ত্রিদেশীয় সিরিজ খেলতে। সেখানেও তারা রোজা রেখেই খেলেছিলো।

দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ওভালে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য জানালেন দলপতি মাশরাফি বিন মুর্তুজা।

রোজা রেখেও খেলায় অসাধারণ পারফর্মেন্স করায় তিনজনই ধন্যবাদ জানান মাশরাফি। টসে হেরে ব্যাট করে ৩৩০ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শেষদিকে ৩৩ বলে ৪৬ রানের েইনিংস খেলে অপরাজিত থেকে বড় ভুমিকা রাখেন মাহুমুদ উল্লাহ।

মেহেদি হাসান মিরাজও কম যাননি ইনিংসের শেষদিকে নেমে ৩ বলে ৫ রানে অপরাজিত ছিলেন মাহমুদ উল্লাহর সঙ্গে। বল হাতে নিয়েছেন প্রোটিয়া ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিসের মূল্যবান উইকেট।

ত্রিদেশীয় সিরিজেও ছিলো তিন তারকার গূরুত্বপূর্ণ পারফর্মেন্স। এজন্য এই রোজা রেখে খেলেও ভালো পারফর্মেন্স করায় তিন তারকাকে ধন্যবাদ দিতে ভুল করেননি দলপতি মাশরাফি।

/এসএস

মন্তব্য করুন