
মূলত রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে যেকোনোদিন লাইলাতুল কদর হতে পারে। রাতটি নির্দিষ্ট নয় বরং তা গোপন। ফলে এ নিয়ে রয়েছে বিস্তর গবেষণা ও মতপার্থক্য। তবে অধিকাংশ ইসলামী গবেষকদের মতে রমজানের ২৭তম রজনীতেই পবিত্র শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি।
ভয়েস ডেস্ক: সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর উদযাপন হয়েছে। কদর রজনী উপলক্ষ্যে সারাদেশ মসজদিগুলোতে ছিলো ধর্মপ্রাণ মুসুল্লিদের উপচে পড়া ভিড়।
এশার নামাজের আগেই মসজিদগুলো মুসুল্লিতে ভরপুর হয়ে যায়। কোনো মসজিদে তিল ধারণের ঠাঁই ছিলো না। প্রতিদিনের মতো এশা ও তারাবীহ নামাজ শেষে নফল ইবাদতে মগ্ন হয় মুসুল্লিরা।
নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আযকার করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জণ ও পাপ মোচনের জন্য অশ্রু ফেলে প্রার্থণা করে যুবক বুড়ো থেকে শুরু করে শিশু কিশোররাও।

গভীর রাতে প্রার্থণায় মগ্ন দুই যুবক। ছবি: ইমরান হোসাইন
কোনো মসজিদে আলোকসজ্জা করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভা ইসলামের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য তুলে ধরেন ইমাম ও আলেমগণ। অনেক মসজিদে মুসুল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
মূলত রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে যেকোনোদিন লাইলাতুল কদর হতে পারে। রাতটি নির্দিষ্ট নয় বরং তা গোপন। ফলে এ নিয়ে রয়েছে বিস্তর গবেষণা ও মতপার্থক্য। তবে অধিকাংশ ইসলামী গবেষকদের মতে রমজানের ২৭তম রজনীতেই পবিত্র শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই রাত্রে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপন করা হয়।
/এসএস

