অস্ট্রেলিয়াকে ২০৮ রানের টার্গেট দিলো আফগানিস্তান

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুন ১, ২০১৯

স্পোর্টস ডেস্ক: টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ২০৮ রানরে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে আফগানিস্তান। অজি বলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

ব্রিস্টলে স্থানীয় সময় সাড়ে ১২টায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান দলপতি গুলবাদিন নায়েব। ইনিংস ওপেন করতে নামেন মোহাম্মদ শাহজাদ ও হজরতুল্লাহ জাঝাই। রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্ক এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শাহজাদ। এরপর দলীয় ৫ রানের মাথায় হজরুতল্লাহ জাঝাইও সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই।

রহমত শাহ’র ৪৩ ও নজিবুল্লাহ জাদরানের ৫১ রানে ভর করে দুইশো পেরোয় আফগানরা। এছাড়াও গুলবাদিন নায়েব করেন ৩১ ও রশিদ খান করেন ২৭ রান।

শেষ পর্যন্ত ৩৮ ওভার ২ বল খেলে ১০ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে আফগানরা।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স ও এডাম জাম্পা নেন ৩টি করে উইকেট। এছাড়া মার্কাস স্টনিস নেন ২টি উইকেট।

দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেট এর বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কার দেয়া ১৩৬ রানের টার্গেটে খেলেতে নেমে ১৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

/এসএস

মন্তব্য করুন