

পাবলিক ভয়েস: ‘সালাম’ শিরোনামে চমৎকার মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেছে ‘প্রতীচী শিল্পীগোষ্ঠী’। সোমবার ২৭ মে (২২ রমজান ‘প্রতীচী’র নিজস্ব ইউটিউব চ্যানেলে সংগীতটি মুক্তি পেয়েছে।
চমৎকার এ নাশিদটিতে শিশুশিল্পী তামীম ইকবালের সাথে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছে শিশুশিল্পী সাইফুল ইসলাম । ‘সালাম’ শিরোনামে এর আগে কলরব এর একটি সংগীত সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো।
সংগীতেরর কথা ও সুর করেছেন শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীচী’-র সহকারি পরিচালক ইশতিয়াক আহমাদ।ভিডিও ধারণে ছিলেন মিঠুন খান। এ ছাড়াও ভয়েস রেকর্ড এর কাজ করেছেন লিংকন।
এ ব্যাপারে ইশতিয়াক আহমাদ, বলেন, ‘সালাম’ সংগীতটি আমার বেশ্ পছন্দের একটি সংগীত। অযোগ্য হওয়া সত্ত্বেও এতে আমি নিজস্বভাবে অনেক বেশি চেষ্টা ঢেলেছি। অবশেষে গানটি মোটামুটি একটি গঠনে এসে দাড়িয়েছে বলে আমার মনে হচ্ছে। এতে এ অযোগ্য মানুষটা কতটুকুন সফল হয়েছে তা সম্মানিত শ্রোতাদের ভালোবাসায় প্রকাশ পাবে ইনশাল্লাহ।সেই সাথে শুকরিয়া জানাই বন্ধুবর হুসাইন ভাই ও শরীফ ভাইকে, যারা বিভিন্নভাবে আমার সহযোগী হয়েছেন। সবশেষে সকলের কাছে দোয়া চাই, যেনো আরো ভালো কিছু কাজ জাতিকে উপহার দিতে পারি।
‘প্রতীচী’র পরিচালক মাহবুব এলাহী বলেন, ‘সালাম’ নাশিদটির জন্য ইশতিয়াক আহমাদ, হুসাইন মাহমুদ, শরীফ মাহমুদ, মিঠুন এবং লিংকন ভাই যথেষ্ঠ পরিশ্রম করেছেন। তাদের আন্তারিক পরিশ্রমে সুন্দর একটি পরিবেশনা দর্শক-শ্রোতকে দিতে পেরেছি বলে মনে করছি। এজন্য তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সংগীতটি শুনতে ক্লিক করুন…
/এসএস/পাবলিক ভয়েস