

স্পোর্টস ডেস্ক: ইঞ্জুরি যেনো পিছু ছাড়ছে না বাংলাদেশী ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। আজ অনুশীলনের সময় হাতে ব্যাথা পান তামিম। হাতে ব্যাথা পাওয়ার পর আর অনুশীলন করেননি তামিম।
অনুশীলনে হাতে ব্যাথা পাওয়ার ঘন্টাখানেক পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, কিছুটা সুস্থ বোধ করছেন তামিম।
- তামিম ইকবালের বরাতে সুজন জানান, ‘স্ক্যান করার প্রয়োজন নেই। তার চোট নিয়ে এখনই মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে তামিম বেশ ভালোই বোধ করছে। সে নিজে বলছে যে স্ক্যান করানোর প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে আমরা (টিম ম্যানেজমেন্ট) আজই হয়তো স্ক্যান করাবো’।
১২তম ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল একটি ত্রিদেশীয় সিরিজও ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেরেছে। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন। তবে প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল মাঠে নামেননি।
/আরএ