নিষেধাজ্ঞা এড়িয়ে অস্ত্র কিনে চলেছে মিয়ানমার

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

নির্যাতনের মুখে ৭ লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে নানা ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে মিয়ানমার৷ এর মধ্যে দেশটির বেশ কিছু সামরিক কর্মকর্তাও অ্যামেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন৷

রোহিঙ্গা মুসলমানদের পর রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন বিদ্রোহীদের টার্গেট করেছে মিয়ানমার সেনাবাহিনী৷ এসবের নিন্দা জানিয়ে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা৷

কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী অস্ত্র কেনা অব্যাহত রেখেছে৷ ভৌগোলিক দিক থেকে ও অস্ত্রের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে অস্ত্র কেনায় ছাড়ও পাচ্ছে দেশটি৷

বিদেশি দেশ থেকে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্র কেনা ও প্রশিক্ষণ নেওয়ার নানা দিক এক প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি৷

অর্থনৈতিক অবরোধ শিথিল করলেও মিয়ানমারের কাছে এখন অস্ত্র বিক্রি করছে অ্যামেরিকা৷ তবে অস্ত্র বিক্রিতে পিছপা হচ্ছে না চীন৷

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে মিয়ানমারকে সমর্থন দিয়ে আসছে চীন৷ দেশটিকে মিয়ানমারের অস্ত্রের প্রধান উৎস হিসাবে অভিহিত করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)৷

সূত্র: ডয়বে ভেলে

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন