শুরুতেই হোচট খেলো ইংল্যান্ড

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

টসে জিতে ফাফ ডু প্লেসিস এর ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির।


স্পোর্টস ডেস্ক: শুরু হলো দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের মহারণ। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

লন্ডনের কেনিংটন ওভালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের ১২তম এ মহাযজ্ঞ।

বিশ্ব ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে দক্ষিণ আফিকা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেলো স্বাগতিক ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই দলীয় ১ ও ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরেন ওপেনার জনি বারিস্ত।

টসে জিতে ফাফ ডু প্লেসিস এর ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির।

এ রিপোার্ট লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রানে ব্যাট করছে ইংল্যান্ড।

এবারের বিশ্বকাপে হট ফেবারিক তকমা নিয়েই মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপ দৌঁড়ে বরাবারের মতো আনপ্রডিক্টেবল খ্যাত দক্ষিণ আফ্রিকাও রয়েছে ফর্মের তুঙ্গে। তারাও এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।

তবে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে বাজি ধরার মতো লোক নেই। ক্রিকেট বিশ্লেষকদের মতে  দক্ষিণ আফ্রিকা এবার ফেবারিটের তালিকায় নেই। এটাই তাদেরকে চাপমুক্ত খেলার সুযোগ দিবে বলে অনেকের ধারণা।

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসিস অবশ্য এই চাপমুক্ত খেলার সুযোগ পাওয়াতেই স্বপ্ন দেখছেন নিজেদের আনপ্রডিক্টেবল তকমাটা মুছে ফেলতে।

ম্যাচ শুরুর আগে তিনি বলেছেন, আমরা এখানে আন্ডারডগ, আমরা যদি এভাবে ভাবি আমাদের হারানোর কিছু নেই, আমরা চাইবো এই চাপহীন মুহূর্তে কিছু ক্রিকেটার ভালো খেলুক নিজের ভেতরটা বেড়িয়ে আসুক।

/এসএস

মন্তব্য করুন