

লক্ষ্মীপুর প্রতিনিধি: ভ্রাতৃপ্রতিম সংগঠন, সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা। জেলা সভাপতি মুহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
বুধবার শহরের হোটেল সোনার বাংলা গেস্ট হাউজে সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল সিরাজী এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাও. আ হ ম নোমান সিরাজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রদল লক্ষ্মীপুর জেলা সভাপতি হাছান মাহমুদ ইব্রাহীম, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা সাধারন সম্পাদক জিয়াউল করিম নিশান,বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক জনাব হৃদয় কর্মকার, সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশন এর সভাপতি রাজু আহমেদ,লব্ধ এর প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন রাসেল, বন্ধু ব্লাড ডোনেট ক্লাব এর প্রতিনিধি মোঃ পারভেজ আলম।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এসএস