বিশ্বকাপ নিয়ে পাক-ভারত উত্তেজনা, যা বললেন ইনজামাম

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

আগামীকাল বৃহস্পতিবার (৩০মে) ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। আসরটিকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

টানা ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই, লর্ডসে। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচ শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো।

এদিকে ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। এবারের টুর্নামেন্টে ডার্কহর্স সরফরাজ বাহিনী। ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে ভারত-পাকিস্তান মহারণ।

এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই হেরেছে পাকিস্তান। তবে এবার ইতিহাস নতুন করে লিখাতে চায় সরফরাজের দল।

নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজম ও ফখর জামানের ব্যাটে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতবধের স্বপ্ন দেখছেন পাক নির্বাচক ইনজামাম-উল-হক।

দেশটির সংবাদমাধ্যম ইনজামাম বলেন, বাবর-ফখরদের এ পাকিস্তান হয়ত ফেভারিট নয়। তবে ১৯৯২ সালের মত জাদু দেখাতে পারে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ছিনিয়ে আনতে পারে প্রথম জয়।

ইনজামাম বলেন, ভারতের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বসহকারে নিয়েছে দেশের মানুষ। অনেকে বলছেন, বিশ্বকাপ না হলেও প্রতিবেশী দলটির বিপক্ষে জয় পেলেই তারা খুশি। আমিও আশাবাদী তাদের বিপক্ষে বিশ্বমঞ্চে জয়খরা ঘোচাতে পারব আমরা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন