কলকাতার পার্ক সার্কাসে ভয়াবহ আগুন, পুড়ছে বিস্তীর্ণ অংশ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

কলকাতা শহরের পার্ক সার্কাস এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর ১২টি ইউনিট। পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ সড়কে রেললাইনের পাশে অবস্থতি ওই সড়কের দোকানগুলোতে বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুকনো বাঁশের গুদাম এবং প্লাইউডের দোকানে আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রতিটি দোকানে। আশঙ্কা করা হচ্ছে, আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একদিকে দাহ্য পদার্থ অন্যদিকে বাতাসের গতি এই দুই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

রেললাইনের পাশে প্রায় পঞ্চাশ মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় সেখানে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগুন নেভাতে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়েছেন। যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বেশ কিছু বহুতল ভবন।

সেখানেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কায় বহুতল ভবনগুলো খালি করার নির্দেশ দিয়েছে দমকল বাহিনী।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন